• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৩ জেলের জেল-জরিমানা

২৪ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৪২:৪৫

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৩ জেলের জেল-জরিমানা

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের তথ্য মতে, সোমবার বরিশাল বিভাগে ১১৬টি অভিযানে ৪৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে এক লাখ ৬৪ হাজার ৩০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজার মূল্য ৩৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। এ সময় তাদের কাছ থেকে ৪৪১ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে বরিশালে ১০ জন, ভোলায় একজন ও পটুয়াখালীতে দুজনসহ ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বরিশাল জেলায় ১২ জন, পটুয়াখালীতে তিনজন ও ভোলায় আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১১টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৮৬টি মাছঘাট, ৩২০টি আড়ত ও ২০১টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫