রংপুর ব্যুরো: সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার দশমীতে পুজা আর্চনা, সিদুর খেলা ও শোভাযাত্রা শেষে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের পূজা মন্ডপ গুলোর সকল প্রতিমা নগরীর সুরভী উদ্যানের সামনে একত্রিত করা হয। পরে সিঁদুর খেলা ও শোভাযাত্রা শেষে বিসর্জন দেয়ার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। সনাতন বিশ্বাস মতে দেবী দুর্গা এবার ঘোটকে চড়ে স্বর্গালোক থেকে পৃথিবীতে এসেছেন আর বিদায় নিচ্ছেন ঘোটকে চড়েই। সনাতন ধর্মপ্রান পুনার্থীরা মনে প্রানে বিশ্বাস করেন দেবী দুর্গা ঘোটকে চড়ে আসা মানে এবার উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে দেশ এগিয়ে যাবে।
রংপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামজীবন কুন্ডু জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে সবাই আনন্দিত। আমাদের রংপুর জেলায় এবার ৯৫৬ টি পূজা মন্ডপে কোন ধরনের অঘটন ঘটেনি। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্ভব হয়েছে। মঙ্গলবার দশমি শেষে মা দুর্গাকে বিসর্জন দেয়া হয়েছে।
এবছর রংপুর বিভাগে সাড়ে ৫ হাজার দুর্গা মন্ডপে পুজাঁ উদযাপিত হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ৯৫৬ টি ও মহানগর এলাকায় ১৫৪ টি পূজামণ্ডপ রয়েছে। একই সাথে পুরো বিভাগ নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available