কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪ মন গাঁজাসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে কসবা থানা পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ২৪ অক্টোবর মঙ্গলবার ভোরে পরিচালিত এ অভিযানে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসষ্ট্যান্ড থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, ভারত থেকে গাঁজা পাচার করে দেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ মন গাঁজাসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান। আটকরা হলেন, কসবা উপজেলার দেলী গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র জিয়াউর রহমান জিয়া (৩৮) পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের রাশেদ আলমের পুত্র শফিকুল ইসলাম (২৯) ও ফুলতলী গ্রামের আলমগীর মিয়ার পুত্র উজ্জল মিয়া ওরফে মহারাজ (৩৬)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে গাঁজার বড় একটি চালান পাচারের গোপন সংবাদে সৈয়দবাদ বাসষ্ট্যান্ডে ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান চালকসহ চোরাকারবারীরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ৩ চোরা কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে কসবা থানা পুলিশের এমন অভিযান ভবিস্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available