স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে ৩০০ গ্রাম হেরোইনসহ ইসমাইল নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১। ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার ধীরাশ্রম একালায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুর ২টায় এক সংবাদ সন্মেলনে গাজীপুর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের বিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে করে একটি মাদকের বড় চালান গাজীপুরে আসছে। চালানটি রাজশাহী থেকে ঢাকা বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছালে সেখান থেকেই মাদক কারবারিকে অনুসরণ করতে থাকে র্যাব। পরবর্তীতে মাদকের চালানটি গাজীপুরে চলে আসলে গাজীপুরের ধীরাশ্রম একালায় চেকপোস্ট বসিয়ে ৩০০ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আসামি তার পায়ে পরে থাকা জুতার ভেতরে লুকিয়ে রাখে ৩০০ গ্রাম হেরোইন। যার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। জিঙ্গাসাবাদে আসামি জানায়, রাজশাহী থেকে বহন করে ঢাকা হয়ে গাজীপুরের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে এই মাদক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available