রামু (কক্সবাজার) প্রতিনিধি: ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্থ কক্সবাজার জেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর, ঈদগাঁও ও রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
২৫ অক্টোবর বুধবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
২৪ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানে কক্সবাজার জেলার অন্তত ৫০টি গ্রামে। এতে প্রায় হাজারেরও বেশি ঘরবাড়ি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায়। উপড়ে পড়ে শত শত গাছ, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি।
জানা গেছে, বুধবার এমপি কমল পৌর শহর থেকে পরিদর্শন শুরু করে কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, খুরুশকুল, চৌফন্ডী, ঈদগাঁও ও রামুর আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। সেইসঙ্গে তিনি নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমপি কমল বলেন, আমার সংসদীয় আসনে ঘূর্ণিঝড়ের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করা হচ্ছে। ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে সরকারি আর্থিক সহায়তা দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রামু স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ছোটন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহমেদ, আওয়ামী নেতা আরমান, ইরফান, জামশেদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available