গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বাসন এলাকায় ইসলামপুরে এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার স্বামীকে গ্রেফতার করা হয়। ২৫ অক্টোবর বুধবার জিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর জোনের এসি মো. ফাহিম আসজাদ। নিহতের নাম শিখা। সে ময়মনসিংহের ত্রিশাল এলাকার মো. সরোয়ার হোসেনের মেয়ে। তিনি পেশায় কর্মেন্টস কর্মী ছিলেন।
জানা যায়, স্বামী-স্ত্রী পরিচয়ে গত ২ বছর ধরে একসাথে বসবাস করে আসছিলেন মো. আবুল হোসেন (৪৭) ও শিখা (৩২)। পরে গাজীপুর মহানগরের বাসন এলাকার ইসলামপুরে একটি টিনসেডের বাসা থেকে শিখার মরদেহ উদ্ধার করা হয়। পরে ২৪ ঘন্টার ব্যাবধানে শিখার স্বামী মো. আবুল হোসেনকে গাজীপুরের কালিয়াকৈর এলাকার চন্দ্রা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল হোসেন দিনাজপুর জেলার কাহারোল থানার কাঠনা গ্রামের নাজির উদ্দিনের ছেলে। স্বামী-স্ত্রী পরিচয়ে শিখা ও আবুল গাজীপুরের বিভিন্ন এলাকায় ১-২ মাস বাসা ভাড়া করে থাকতেন বলে জানান গাজীপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (এসি সদর) ফাহিম আসজাদ।
বুধবার দুপুরে জিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদর জোনের এসি ফাহিম আসজাদ জানান, বাইরে থেকে আটকানো ঐ রুম থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিলো। স্থানীয়দের থেকে এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঐ রুম থেকে শিখার অর্ধগলিত মরহেদ উদ্ধার করা হয়। মরদেহ সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যার সাথে জড়িত আসামী আবুল হোসেন পুলিকে জানায়, ঘটনার দিন কোনাবাড়ী এলাকায় শিখার মায়ের বাসায় রাতের খাবার খেয়ে ইসলামপুর বাসায় চলে আসেন তারা। সেখানে ১৬ হাজার টাকা নিয়ে দুজনের মাঝে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সে শিখাকে গলা টিপে হত্যা করে এবং মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available