সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ২৫ অক্টোবর বুধবার সকাল ১০ টার দিকে আশুলিয়ার নরসিংপুর বটতলা আখিলনাগ সুপার মার্কেটে ইয়ারপুর ইউনিয়ন ২নং জোন কমিটির আয়োজনে এ ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এসময় ইয়ারপুর ইউনিয়নের ২নং জোন কমিটির সভাপতি শরীফ পাঠানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ৪ জন এমবিবিএস ডাক্তার রোগিদের ব্যবস্থাপত্র প্রদান করে। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি বিনার্মল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, মাঠ পর্যায়ে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিটা সদস্য সমাজের অসহায় মানুষকে সেবা দিয়েছে। আপনার জানেন বিগত দিনে করোনার সময় মানুষদের কে সেবা দিয়েছি। নিপাহ ভাইরাস, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালিসহ লিফলেট বিতরণ করেছি। সেই ধারাবাহিকতায় আজ ইয়ারপুর ইউনিয়নের ২নং জোন কমিটির আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদানসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন সুজন ও শুয়েবুর রহমান শুয়েব, সহ-দফতর সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিয়াজুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন ২নং জোন কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহাদাত হোসেন উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলামীনাহ সকল নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available