• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভেদরগঞ্জে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলের কারাদণ্ড

২৭ অক্টোবর ২০২৩ সকাল ১০:৪৯:৩৭

ভেদরগঞ্জে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ জেলেসহ ১৫ কেজি ইলিশ ও দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আসামিরা হলেন মো.জুয়েল(২৭), মো. বাদশা মিয়া(৩৮), শান্ত বেপারী(২৬), মনির হোসেন(৩২), আমিনুল ইসলাম(৪০) ও বেছু মাঝি(৩৭)। আটক সবাই মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার নগর জোয়ার গ্রামের বাসিন্দা। তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে জব্দকরা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বণ্টন করা হয় এবং অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করি। এ সময় মা ইলিশ শিকার করা অবস্থায় ৬ জেলেকে আটক করি। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৬ জনকে ১৫ দিন করে জেল দেওয়া হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম ও সখিপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫