রংপুর ব্যুরো: রংপুরে সুবিধাবঞ্চিত, ঝরে পড়া ও ভাসমান ছিন্নমূল শিশুদের জন্য ‘জুম বাংলাদেশ’ নামে বিশেষায়িত একটি স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রংপুর রেলস্টেশনের বস্তির পাশে এ স্কুলটির কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) রংপুর মহানগরের সভানেত্রী মিসেস নাসিমা সুলতানা।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও রংপুর মহানগর পুলিশের সার্বিক সহযোগীতা ও জুম বাংলাদেশের আয়োজনে স্কুলের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, রংপুরের এই এলাকাটিতে বস্তির সংখ্যা বেশি হওয়ায় দারিদ্রতার কারণে অনেক শিশু পড়াশোনা না করতে পেরে অকালে ঝড়ে পড়ছে। শিশুদের ভালো মানুষ হবার স্বপ্ন দেখাতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা দিতে হবে। শিশুদের প্রতি যত্নশীল হতে হবে। তাই তাদের শিক্ষার আওতায় আনতে এই প্রয়াস। স্কুলটিকে টিকিয়ে রাখতে সবার সহযোগিতা চান তিনি।
রংপুর মহানগর পুনাকের সভানেত্রী মিসেস নাসিমা সুলতানা বলেন, দারিদ্রতার কারণে কোমলমতি শিশুরা শিক্ষার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এসব শিশুদের সুশিক্ষা, মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যতের অনুপ্রেরণার লক্ষ্যেই কাজ করছে জুম বাংলাদেশ স্কুল।
অভিভাবকরা জানান, এই স্কুলে পড়তে কোন টাকা পয়সা লাগে না। সেজন্য সন্তানদের এ স্কুলে ভর্তি করেছেন তারা। ছেলে-মেয়েরা পড়াশোনা শিখে যেন প্রতিষ্ঠিত হন, এই স্বপ্ন দেখছেন তারা।
জুম বাংলাদেশের কো-অর্ডিনেটর আসিফ বলেন, স্কুলটিতি সমাজের সুবিধাবঞ্চিত, আশ্রয় ও অভিভাবকহীন শিশুরা বিনা খরচে পড়বে। সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তির পাশাপাশি দেশের কল্যাণে নিবেদনের জন্য তাদের গড়ে তোলা হবে আদর্শ মানুষ হিসেবে- এমন প্রত্যয়ে আমরা কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমানসহ পুলিশের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available