• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

২৮ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৫৭:২৬

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ভয়াবহ ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

২৭ অক্টোবর শুক্রবার সকালে খুরুশকুল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহয়তা প্রদানকালে তিনি একথা বলেন। 

এমপি বলেন, দীর্ঘ ৩০ বছর পরে কক্সবাজারের মানুষ এক ভয়ংকর ধ্বংসস্তূপ দেখলো। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার শহরসহ খুরুশকুল, পিএমখালী, ঝিলংজা ইউনিয়নসহ মহেশখালী, কুতুবদিয়ায় তাণ্ডব চালিয়েছে। তারই প্রেক্ষিতে এসব দুর্গত এলাকা দেখতে আমরা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে এসেছি। এখানে অর্ধেক বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নিজের চোখে না দেখলে হয়তো বুঝারও উপায় নেই, কীভাবে এখানে মানুষ কষ্ট পাচ্ছে।

তিনি আরও বলেন, অনেক শতবর্ষী গাছ ভেঙ্গে বাড়ির উপরে এসে পড়েছে এবং শতকরা ৩০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে শতকরা ৭০ ভাগ বাড়ি। এসব দুর্গত মানুষের পাশে আমি সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

এসময় খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান, ইউপি সদস্য মিনু, কামাল, পৌর আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ, মোহাম্মদ আলী ছোটনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর মঙ্গলবার রাতে কক্সবাজারে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে । এতে ৫০টি গ্রামের হাজারেরও বেশি ঘরবাড়ি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে যায়। উপড়ে পড়ে শত শত গাছ, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি। ৭২ ঘণ্টা পরেও অনেক এলাকায় বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ও ক্যাবল টেলিভিশনের পরিষেবা স্বাভাবিক হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫