মানিকগঞ্জ প্রতিনিধি: ২৮ অক্টোবর শনিবার রাজধানীতে সমাবেশ করবে দেশের বৃহত্তম ২ রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ। সমাবেশ ঘিরে ঢাকা-আরিচা মহাসড়ক ফাঁকা। নেই যানবাহনের চাপ, চলছে না দূরপাল্লার কোনো পরিবহন। মনে হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কে যেন বিরাজ করছে অঘোষিত হরতাল । যানবাহন সংকটে বিপাকে পড়েছেন বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ ।
বেলা ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, জাগীর, মহাদেবপুর এবং ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা এলাকায় বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। ফাঁকা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, অভ্যন্তরীণ সড়কে মিনিবাস চলাচল করলেও মহাসড়কে নেই দূরপাল্লার কোনো যানবাহন। মাঝে মধ্যে ২ একটি মালবাহী ট্রাক চলতে দেখা গেছে। প্রাইভেটকার মাইক্রোবাসও কম।
পুলিশ প্রশাসন জানিয়েছেন, দেশের বৃহত্তম ২ রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ এই ২ দলের সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বৃহস্পতিবার রাত থেকেই সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available