জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে অভিনন্দন জানিয়ে সভা করেছে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল পাঁচটায় সীতাকুণ্ড পৌরসদরস্থ রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার এম কে মনির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ ইউসুফ খাঁন, সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন পলাশ, অর্থ সম্পাদক ফারহান সিদ্দিক, তথ্য ও গবেষণা সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল, আব্দুল মামুন, শেখ নাদিম, নাছির উদ্দীন শিবলু প্রমুখ।
সভার শুরুতে সদ্য অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক শ্যালম দত্তকে অভিনন্দন জ্ঞাপন করেছেন রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। এসময় সাংবাদিকরা তার ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, সাংবাদিক শ্যামল দত্ত প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। এ দীর্ঘ সময়ে তিনি দেশের মানুষের জন্য অকাতরে শ্রম দিয়ে গেছেন এবং এখনও তিনি নিরলসভাবে দেশ ও দশের জন্য সাংবাদিকতা করে যাচ্ছেন সৎ, সাহসী সিদ্ধান্তে। তার নেতৃত্বে সারাদেশে হাজার হাজার সাংবাদিক এ পেশায় কাজ করছেন। তাদের লেখনিতে অসংখ্য নির্যাতিত, নিস্পেশিত মানুষের কান্না ওঠে আসছে। জাতীয় সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দৈনিক ভোরের কাগজ। সময়ের সাথে সাথে ভোরের কাগজ গণমানুষের পত্রিকা হয়ে ওঠেছে। আর এসব কিছুর নেপথ্যে নায়ক সম্পাদক শ্যামল দত্ত। বক্তারা আরও বলেন, শ্যামল দত্ত এই বীর চট্টগ্রামের কৃতি সন্তান। এজন্য আমরা গর্ববোধ করি। সাংবাদিকতায় আমরা শ্যামল দত্তকে অনুসরণ করি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাঁর সুস্থতা ও সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available