তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়ায় সাংবাদিগদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর রোববার সকালে তেঁতুলিয়া উপজেলায় ট্যুরিস্ট পুলিশ কার্যলয়ে ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক এসকে দোয়েল প্রমুখ।
এসময় আরও উপস্তিত ছিলেন, উপজেলা ট্যুরিস্ট পুলিশের এসআই মামুনুর রশিদ, এসআই জালাল উদ্দীন, তেঁতুলিয়া সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সাংগনিক সম্পাদক আহসান হাবিব, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের অর্থ সম্পাদক জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের প্রচার সম্পদক রবিউল ইসলাম রতন, তেঁতুলিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন রকি, খাদেমুল ইসলামসহ ট্যুরিস্ট পুলিশের সদ্যসবৃন্দ।
তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল রহমান জানান, ট্যুরিস্টদের সুবিধার্থে পর্যায়ক্রমে মানসম্মত থাকা খাওয়ার ব্যাবস্থার জন্য আবাসিক এবং খাবার হোটেল মালিকদের সাথে মত বিনিময় করা হবে। পাশাপাশি ডাক বাংলোতে হ্যাল্প ডেস্ক স্থাপন, দর্শনীয় স্থানগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা এবং ট্যুরিস্টদের নিরাপত্তার ব্যাবস্থা জোরদার করাসহ ভ্যান ও অটো রিক্সান অতিরিক্ত ভাড়া না আদায়ের দিকে দৃষ্টি দেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available