বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে নোথা অং হত্যা মামলার আসামি শহিদুল ডাক্তারসহ সকল হত্যাকারিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজাতী রাখাইন জনগোষ্ঠীর সদস্যরাসহ স্থানীয়রা। ২৮ অক্টোবর শনিবার সকাল ১০টায় তালতলী উপজেলার তাঁতীপাড়া বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নোথা অং হত্যা মামলার বাদী জোওয়েন জয়, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান, খেচিং মং ও মং থান চো।
এ সময় বক্তারা বলেন, নোথা অংকে জমির জন্য নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা মামলার বয়স ৬ বছর হলেও আজ পর্যন্ত সিআইডি চুড়ান্ত প্রতিবেদন দেয়নি। এই মামলার অন্যতম আসামি শহিদুল ডাক্তার জামিনে বেড়িয়ে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, রাখাইন সম্প্রদায়ের ভূমি গ্রাস করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল রাখাইন সম্প্রদায়ের সদস্যদের হত্যাসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করে তাদের জমি থেকে বিতাড়িত করছে। রাখাইনদের সমাধি ও ফসলি জমি জাল-জালিয়াতি করে দখল করে নিচ্ছে। ফলে নিঃস্ব অনেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সদস্য পরিবার নিয়ে নীরবে দেশ ছেড়েছেন। এখনও যাঁরা পিতৃভিটা আঁকড়ে আছেন, তাঁরাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। নোথা অংয়ের এই হত্যাকাণ্ডের পর রাখাইনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ২২ জুন তালতলী উপজেলার নামিশেপাড়া থেকে রাখাইন বৃদ্ধ নোথা অংয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে তালতলী থানা পুলিশ। ঘটনার দুইদিন পর ২৪ জুন তাঁর আত্মীয় জোওয়েন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই মামলার দায়িত্ব সিআইডি পুলিশের কাছে প্রদান করেন। অজানা কারণে ৬ বছর পার হলেও সিআইডি পুলিশ এখনও চুড়ান্ত প্রতিবেদন দেয়নি। তাই আমাদের দাবি দ্রুত পুলিশ প্রতিবেদন আদালতে দিয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
এ বিষয়ে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় একটু সময় নেয়া হচ্ছে, আরও পরিচ্ছন্ন তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে দ্রুত আদালতে দাখিল করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available