নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারের ডাঙ্গাপাড়া মহিলা মাদ্রাসার ১ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় ঐ মাদ্রাসার ১ শিক্ষককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমামানা অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ২৯ অক্টোবর রোববার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এই রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগী ছাত্রীকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ নভেম্বর মাদ্রাসার ছাত্রীরা জোহরের নামাজ পড়তে গেলে ঐ সুযোগে ভুক্তভোগী ছাত্রীকে নিজের পরিহিত লুঙ্গি খুলে শিক্ষক আব্দুস সালাম (৩৮) বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করেন। এক পর্যায়ে তার শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দেন। নির্যাতনের শিকার ঐ ছাত্রীর বাবা সাপাহার থানায় অভিযোগ করলে এসআই মো. মনিরুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা পানা। পরে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট মো. মকবুল হোসেন ও আসামি পক্ষে অ্যাডভোকেট আবু জাইদ মো. রফিকুল আলম (রফিক) মামলাটি পরিচালনা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে এবং আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available