নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করায় ২৭ জেলে আটক করেছে নৌ-পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা ভোলার লাল মোহন এবং চরফ্যাশনের বাসিন্দা। ২৯ অক্টোবর রোববার বিকেল ৫ টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সুরাইয়া আক্তার লাকী এবং উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুমদ্বীপের দক্ষিণে ৩ চর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী ও নিঝুমদ্বীপ নৌ-পুলিশের সদস্যরা তাদের আটক করে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ২৭ জেলেকে আটক করা হয়। এ সময় ২ হাজার মিটার কারেন্ট জাল, ২০০ কেজি মাছ ও ২ টি মাছ ধরার ট্রলারসহ ২৭ জেলেকে উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় আটক করে নৌ-পুলিশ।
তিনি আরও বলেন, প্রত্যেক জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে ৫০০০ টাকা করে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ২ জেলে নাবালক হওয়ায় তাদের দন্ড দেয়া হয়নি। জালগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। জব্দ ইলিশ মাছগুলো স্থানীয় ৫ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার সময় শেষ হলে জাল গুলো দিয়ে দেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available