• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫১:১৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫১:১৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উন্মুক্ত নদীতে মাছ ধরতে বাঁধা, অভিযোগে সংবাদ সম্মেলন

২৯ অক্টোবর ২০২৩ রাত ০৯:৪১:১১

উন্মুক্ত নদীতে মাছ ধরতে বাঁধা, অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জগদীশপুর মৌজার উব্দাখালীর তৃতীয় খন্ডের উন্মুক্ত নদীতে অসহায় জেলেদের মাছ ধরতে বাঁধা দেয়ার অভিযোগে ১০টি গ্রামের শতাধিক মৎসজীবি সংবাদ সম্মেলন করেছেন। ২৯ অক্টোবর রোববার বিকেল ৪ টার দিকে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী জেলেদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লিটন দাস।

লিখিত বক্তব্যে তিনি বলেন,আমরা মধ্যনগর উপজেলার উব্দাখালী ও গোমাই নদীর উন্মুক্ত নদীতে প্রায় ৪০ বছর যাবৎ বিনা বাঁধায় মাছ ধরে আসছিলাম। চলতি বছরের অক্টোবর মাসের প্রথম দিকে লিটন তালুকদার ও শাহজাহান নামের ২ ব্যাক্তি আমাদেরকে মাছ ধরতে বাঁধা-নিষেধ করে আসছে। মাছ ধরতে চাইলে তাদেরকে টাকা দিতে হবে। গোড়াডুবা বিলের এই ইজারাদারগণ নদীর মালিকানা দাবি করে নানানভাবে আমাদেরকে হয়রানি করছে। আমরা তাদের লিজের কাগজ দেখতে চাইলে তারা নানান তালবাহানা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

গোড়াডুবা বিলের ইজারাদার লিটন তালুকদার বলেন, আমার বিলের ইজারার স্ক্যাচম্যাপ অনুযায়ী আমি এই নদীর মালিক। পূর্বে ইজারাদারগণ স্ক্যাচম্যাপ না বোঝার কারণে এই নদীর ইজারাদার দাবি করে নাই। এর চেয়ে বেশি জানতে চাইলে উপজেলার এসিল্যান্ডের কাছে জিজ্ঞাসা করতে পারেন।

মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩