পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: রোববার দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৯ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভার মধ্য দিয়ে তা শেষ হয়।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ অনেকে।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available