• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১, অপর জনের পা দ্বিখণ্ডিত

৩০ অক্টোবর ২০২৩ সকাল ০৯:৪১:৩৫

বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১, অপর জনের পা দ্বিখণ্ডিত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশনে ঢাকাগামী চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

২৯ অক্টোবর রোববার দুপুরে সরারচর স্টেশনে রেললাইন ধরে হাঁটছিলেন বয়স্ক দুই ব্যক্তি। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস (গোধূলী) ট্রেনটি ছুটে আসছিলো। দূর থেকে হুইসেল বাজানো হলেও শুনতে পাননি তারা।

ট্রেনটি কাছাকাছি চলে আসার পরও হঠাৎ করেই ট্রেনের ঠিক সামনে ঢুকে পড়েন ওই দুই ব্যক্তি। এ সময় ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়েন তারা। আশঙ্কাজনক অবস্থায় ফেকু রাজবন নামে (৮০) একজনকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সাথে থাকা অপরজন গেন্দু রাজবনের (৫৫) একটি পা দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ঘটনার ভিডিও আগে থেকেই মোবাইল ফোনে ধারণ করছিলেন এক যাত্রী, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সরারচর রেলস্টেশন মাস্টার রতিশ বিশ্বাস জানান, ‘দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই। তবে শুনেছি, দুজন সরারচর রেলওয়ে কলোনির বাসিন্দা এবং তারা মদ্যপান অবস্থায় রেল লাইনের উপর ঘোরাঘুরি করছিলো। এ অবস্থায় এগারসিন্দুর গোধূলী ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০