নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুম ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২৯ অক্টোবর রোববার দুপুরে নওগাঁ সদর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন।
নওগাঁ সদর উপজেলার ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুম গম, সরিষা, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ১৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
প্রত্যেক কৃষককে প্রণোদনা হিসেবে গমের বীজ ২০ কেজি, ভুট্টা দুই কেজি, সরিষা-সূর্যমুখী ও পেঁয়াজ এক কেজি করে, চিনাবাদাম ১০ কেজি, মুগ ও মসুর পাঁচ কেজি করে, খেসারী ৮ কেজি এবং ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।
এছাড়া গ্রীষ্মকালীন ১৫০ জন কৃষককে প্রণোদনা হিসেবে পেঁয়াজ বীজ এক কেজি এবং ডিএপি ও এমওপি সার ২০ কেজি করে দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে পলিথিন, সুতলি, বালাইনাশক এবং চারা তৈরির জন্য সহায়তা হিসেবে রকেট অ্যাপসের মাধ্যমে পাবেন ২ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available