পাবনা প্রতিনিধি: বাইসাইকেল ও চাকা লাগানো জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে আসা তিন শিশু এখন পাবনা সদর থানা হেফাজতে রয়েছে। পরিবারের সন্ধান করছে পুলিশ।
৩০ অক্টোবর সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে ২৯ অক্টোবর রোববার সন্ধ্যায় পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের রাঘপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চেয়ে পাবনা সদর থানা পুলিশে হস্তান্তর করেন শিশুদের।
উদ্ধার হওয়া তিন শিশু হলো, ঢাকা কমলাপুর রেল স্টেশন এলাকার মৃত সোহেল সরকারের ছেলে রাহাত সরকার (১১)। তার মায়ের নাম রুমানা আক্তার। অপর দুই শিশু ঢাকার বিমানবন্দর এলাকার সিরাজ আহম্মেদে ছেলে আকাশ আহম্মেদ (১২) ও ইয়ামিন আহম্মেদ (৮) দুই ভাই। তাদের মায়ের নাম মোছা. আঞ্জুমানয়ারা।
দরিদ্র পরিবারের এই তিন শিশু রাগ করে ২৮ অক্টোব শনিবার বাসা থেকে বের হয়। ট্রেনে করে নানা বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হলেও পথ হারিয়ে চলে আসে পাবনায়।
থানা সূত্রে জানা যায়, মায়ের কাছে বাইসাইকেল ও চাকা লাগানো জুতার আবদার করেছিলো তারা। দরিদ্র পরিবার এই আবদার পূরণ না করায় তারা বাড়ি থেকে পালিয়েছে। তারা পালিয়ে প্রথমে জয়দেবপুর স্টেশন থেকে ট্রেন করে ময়মনসিংহ যাওয়া উদ্দেশ্যে রওনা হয়। তবে ভুল ট্রেনে উঠে পড়ায় তারা ঈশ্বরদী বাইপাস স্টেশনে নেমে পড়ে। পরে সেখান থেকে তারা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেসে উঠে পাবনা সদরের রাঘবপুর রেল স্টেশনে নামে। সেখানে অপরিচিত শিশুদের দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি মো. রওশন আলী জানান, পরিবারের সাথে রাগ করে এই তিন শিশু ভুল ট্রেনে উঠে পাবনাতে চলে এসেছে। তাদের স্থানীয় তিন শিক্ষার্থী উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই তিন শিশু এর আগেও বেশ কয়েকবার বাড়ি থেকে পালিয়েছে বলে জানা গেছে। আমরা শিশুদের সঙ্গে কথা বলছি, তাদের দেয়া তথ্যের সূত্র ধরে পরিবারের সদস্যদের সন্ধান করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available