• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৭:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৭:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে মাদক মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

৩০ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২২:৫৫

সিলেটে মাদক মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি: সিলেটে মাদক মামলায় আপ্তাব উদ্দিন (২৮) নামে এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মামলার অপর দুই আসামি আমিনুল ইসলাম ওরফে আমিন ও পলাতক থাকা বিল্লালকে বেকসুর খালাস দেওয়া হয়।

৩০ অক্টোবর সোমবার সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত আপ্তাব উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার গ্রামের জমসিদ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৫ জুন র‌্যাবের অভিযানে গোয়াইনঘাটের পীরেরবাজার থেকে ভারতীয় ১৯৭ বোতল ফেনসিডিলসহ আপ্তাব উদ্দিনকে আটক করে র‌্যাব। এ সময় অপর দুই অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় র‌্যাবের ডিএডি আতাউর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা করেন। তদন্তকালে আমিনুল ইসলাম আমিন ও বিল্লালের সংশ্লিষ্টতা পান তদন্তকারী কর্মকর্তা।

২০২২ সালের ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র (নং-১৮১) আদালতে দাখিল করা হয়। একই বছরের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০