আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রথমবারের মতো আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে ট্রেন নিয়ে ভারতের আগরতলায় গিয়েছে বাংলাদেশের ট্রেন। ৩০ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২ টায় রেলের ৬ জন কর্মকর্তাকে নিয়ে ট্রেনটি বাংলাদেশের গঙ্গাসাগর থেকে পরীক্ষামূকভাবে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে সেপ্টেম্বরের ১৪ তারিখ ট্রেনটি প্রথম ট্রায়াল রান করে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে।
পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ায় আগামী ১ নভেম্বর বুধবার ২ দেশের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া। উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এ রুটে।
প্রথমবারের মতো বাংলাদেশের ট্রেন নিয়ে ভারতের আগরতলায় যাওয়ায় আবেগাপ্লুত হয়ে ট্রেন চালক মো. মাফুজুর রহমান বলেন, একজন চালক হিসেবে প্রথমবারের মতো আমাদের ৬ জন স্টাফ নিয়ে আগরতলায় প্রবেশ করছি।
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের বাংলাদেশ অংশের প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া জানান, এখন উদ্বোধনের জন্য প্রস্তুত আছে রেলপথটি। ২ দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে এই মেগা প্রকল্পটির উদ্বোধনের কথা রয়েছে।
টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মা বলেন প্রকল্প, কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের কাজ প্রায় শেষের দিকে। উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে রেলপথটি। এই রেলপথে ৭৯ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে।
আখাউড়া গঙ্গাসাগর রেল স্টেশনের ইমিগ্রেশন ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আজকে আমার প্রথম কর্মদিবস। প্রথম কর্মদিবসে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এখানে দায়িত্ব দেয়ার জন্য। আজকেই প্রথম ৬ জন স্টাফের ইমিগ্রেশন কাজ করেছি। তারাই প্রথম ইমিগ্রেশন করেছে এ নতুন গঙ্গাসাগর ইমিগ্রেশনে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের জুলাইয়ে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ শুরু করে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথে বাংলাদেশ অংশে পরেছে ৬ দশমিক ৭৮ কিলোমিটার। করোনা মহামারিসহ নানা সংকটের কারনে প্রায় দেড় বছর মেয়াদি এ প্রকল্পের কাজ শেষ করতে সময় লেগেছে ৫ বছরেরও বেশি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available