খুলনা ব্যুরো: পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের হামলায় ২৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ অক্টোবর সোমবার বেলা ১১ টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার একটি সাংবাদিকবান্ধব সরকার। সাংবাদিকরা যখন পেশাগত দায়িত্ব পালন করতে রাজপথে নেমেছিলো তখনই তাদের উপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। ২৭ জন সাংবাদিককে দায়িত্বরত অবস্থায় পিটিয়ে আহত করেছে। নেতৃবৃন্দ সাংবাদিকদের উপর এ নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল। অনুষ্ঠান পরিচালনা করেন কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, এসএম জাহিদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, মো. হুমায়ুন কবির।
বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, মো. আলমগীর হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দফতর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম, ইউনিয়নের সদস্য আব্দুল মালেক, সুনীল দাস, রকিব উদ্দিন পান্নু, মোস্তফা জামাল পপলু, বাবুল আক্তার, বিমল সাহা, শেখ মো. সেলিম, প্রবীর বিশ্বাস, এসএম নূর হাসান জনি, দেবব্রত রায়, জাহাঙ্গীর আলম, তিতাস চক্রবর্তী, হাসান আল মামুন, নুরুল ইসলাম লিটু, শেখ মাহমুদ হাসান সোহেল, বাপ্পী খান, আল মাহমুদ প্রিন্স, হাসানুর রহমান তানজীর, শাহজালাল হোসেন মোল্লা মিলন, মিজানুর রহমান, পলাশ দত্ত, দিলীপ পাল প্রমুখ।
এদিকে মানববন্ধন কর্মসূচিতে মহানগর যুবলীগ, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটি ও খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available