গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহি বাসে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭/৮টি সিটসহ বাসের সিলিং পুড়ে যায়। ৩০ অক্টোবর সোমবার সন্ধ্যা পৌনে ৮টায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকায় কাউন্টারে দাঁড়িয়ে থাকা রাজা-বাদশা পরিবহন নামের বাসটিতে আগুন দেয় তারা।
রাজা বাদশা কাউন্টারের ব্যবস্থাপক অভি আরাফাত অনিক জানান, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে প্রতিদিনই রাজা বাদশা পরিবহনের বাস পাবনা চলাচল করে। প্রতিদিনের মত সন্ধ্যা ৭টায় স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে ১১জন যাত্রী নিয়ে বাসটি পাবনার উদ্দেশ্য রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ৭টায় গড়গড়িয়া মাস্টার বাড়ি কাউন্টারে এসে পৌঁছে। সেখান থেকে যাত্রী নেয়ার সময় পৌনে আটটার দিকে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে বাসের পেছনের অংশে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। আশপাশ থেকে পানি এনে বাসের পেছনের অংশে জানালার গ্লাস ভেঙে আগুন নেভানো হয়। ততক্ষণে আগুনে বাসের ৭/৮টি সিট ও সিলিং পুড়ে যায়। আগুন দেয়ার সাথে সাথে বাসে থাকা ১১ জন যাত্রী দ্রুত নেমে পড়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, আমরা ফোনে জানতে পারি মহাসড়কে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম, রাজা বাদশা পরিবহন নামক একটি বাসে আগুন দিয়েছে তারা। আগুন নেভানোর পর চালক বাস নিয়ে গন্তব্যের উদ্দেশ্য চলে গেছে।
গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available