নীলফামারী প্রতিনিধি: অবরোধে গোটা নীলফামারী জেলায় বড় ধরণের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে ছোট ছোট গাড়ি বিশেষ করে পিকআপ, ইজিবাইক, রিকশা ও ভ্যান চলাচল করছে সকাল থেকেই। ট্রেন ও বিমান চলাচলেও কোনপ্রকার ব্যাঘাত ঘটেনি। সড়কগুলোতে লোকজনের চলাচল তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।
জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদরে বাঁধা ছাড়াই ছোট ছোট যানবাহনগুলো চলাচল করছে। বিআরটিসি, ট্রেন যথানিয়মে স্টেশন ছেড়ে গেছে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও উত্তরা ইপিজেডে উপস্থিতির হার প্রতিদিনের মতোই ছিলো। সৈয়দপুর-রংপুর, সৈয়দপুর-দিনাজপুর, সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে ইজিবাইকে যাত্রীরা যাতায়াত করছেন।
এদিকে যানবাহন বন্ধ থাকায় বাইরের লোকজন আসতে না পারায় শহরে লোকজনের উপস্থিতি ও দোকানপাটে বেচা-বিক্রি নেই বললেই চলে।
জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ও মহাসড়কে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পাহাড়ায় রয়েছেন। বিএনপির কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেকটা নিরুত্তাপ অবরোধে অলস সময় কাটাচ্ছেন অনেকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available