হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: সরকার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকা ৭২ ঘন্টার অবরোধের ১ম দিনে কোন প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ভারত থেকে একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসর্পোট যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। সকাল ১১টা থেকে কাঁচা পণ্যসহ সকল প্রকার পণ্য এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে।
এদিকে হিলি পানামা পোর্টে ভারতের পণ্য বোঝাই ট্রাকগুলো প্রবেশ করছে। পণ্যের লোড-আনলোডের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে পানামা পোর্টে। তবে অবরোধের কারণে পণ্য বোঝাই কোনও লোড ট্রাক বন্দর ছেড়ে যায়নি। সকল প্রকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর, আন্তঃজেলা ও বগুড়াগামী দূরপাল্লার ও লোকাল বাস, মিনিবাস এবং ট্রাকসহ কোন যানবাহন চলাচল না করলেও সিএনজি, ব্যাটারীচালিত আটোরিকসাসহ বিভিন্ন পরিবহন চলছে।
এদিকে আইনশৃংখলা রক্ষায় চারমাথা, বাসস্ট্যান্ড, পোর্ট এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, বিরোধী দলের ডাকা অবরোধের কোন প্রভাব পড়েনি পানামা পোর্টে। রীতিমত প্রতিদিনের ন্যায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাকগুলো আসছে। পোর্টে লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available