কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিনে ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে মাটি ফেলে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এর আগে শনিবার মধ্যে রাতে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় লেগুনা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন পিকেটাররা।
পরে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বসিলা-ঘাটারচর এলাকার স্বাধীন পরিবহনে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা। এছাড়া আমিরাবাগ-বাদামগাছ তলা এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ।
এদিকে গুলিস্তান-বান্দুরা মহাসড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। তবে উপজেলা বিভিন্ন এলাকায় সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে।
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, গত শনিবার ও রোববারের একটি বাস এবং লেগুনায় আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিএনপি নেতা গোলাম রাব্বি ও সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমিনসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
মানুষজনের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশ সক্রিয় আছে বলে জানান তিনি।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বিএনপির অবরোধ কর্মসূচি চলছে। সকাল ৬টা থেকে আমাদের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন মহাসড়কে রয়েছেন। আমাদের শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। অবরোধ সফল করতে নেতাকর্মীরা মাঠে থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available