কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে শুকুর আলী প্রামাণিক নামে এক ভ্যানচালককে বেধরক মারপিট করার প্রতিবাদে মাইজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
৩১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রাম থেকে মিছিলটি বের হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে পৌঁছায়। মিছিলে তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে দেখা যায়, ‘চেয়ারম্যান শওকতের ফাঁসি চাই, চেয়ারম্যান থেকে অব্যাহতি চাই’ স্লোগানে মিছিল করতে করতে উপজেলা সদরের দিকে যায় বিক্ষোভকারীরা। এ সময় সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তাদেরকে ন্যায় বিচারের আশ্বাস দেন।
সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, এর আগেও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিলো ওই চেয়ারম্যান। তবে এবার আর কোনো ছাড় দেওয়া হবে না অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সাথে আহত শুকুর আলীর চিকিৎসার দায়িত্ব এমপি নিজেই নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ভাড়ার টাকা চাওয়ায় শুকুর আলী প্রামাণিক নামের এক ভ্যান চালককে বেধরক মারপিট করে আহত করেন মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন। আহত ভ্যান চালক বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available