মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্বল্প জীবনকালীন ফসল চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এক সাথে একই জাতের ধান চাষ করার পরপরই উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করার জন্য মধুপুরে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি। চলতি বছর খরিপ-২ মৌসুমে বোয়ালী বিলে ৫০ একর জমিতে স্বল্প জীবনকালের ব্রি-৭৫ জাতের ধান চাষের মধ্যে দিয়ে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি।
আমন খরিপ-২ মৌসুমে সমলয় চাষাবাদ পদ্ধতিতে রোপণ করা স্বল্প জীবনকালের ব্রি-৭৫ ধান কাটা শুরু করেছেন কৃষকরা । ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে মধুপুর পৌরসভার বোয়ালী গ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধানকাটার উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমিনূর রাত্রি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার সরকার, কাউন্সিলর হারুন অর রশিদ প্রমুখ।
সমলয় একটি আধুনিক চাষ পদ্ধিতি, যেখানে একটি মাঠে বা মাঠের একটি অংশের কৃষক সবাই মিলে একসঙ্গে একই জাতের ধান একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করেন। এ পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপণ ও ধান কাটা সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সমসময়ে সম্পাদন করা হয়। এ পদ্ধতিতে এক জমিতে বছরে একাধিক অধিক ফসল পাচ্ছে কৃষকরা। স্বল্প জীবনকালের ব্রি-৭৫ জাতের আমন ধান কাটার পর স্বল্প জীবনকালের সরিষা চাষ করে বুরো চাষের সুযোগ পাচ্ছেন কৃষকরা।
মধুপুরের বোয়ালী গ্রামের বিলে সমলয়ে চাষ করা ৫০ একর জমিতে ব্রি-৭৫ ধান রোপণের ১১০ দিন পর কাটা হচ্ছে। বিঘাপ্রতি ২০ থেকে ২২ মণ করে ফলন পাওয়ায় কৃষকদের মুখে হাসি দেখা দিয়েছে। সমলয় চাষ পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে পড়লে এর সুবিধা পাবে সকলেই। বাড়বে ফসলের উৎপাদন। কমবে তৈল জাতীয় ফসলের আমদানি নির্ভরতা। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, ব্রি-৭৫ স্বল্প জীবনকালের এ আমন ধান কাটার পর জমিতে সরিষা চাষ করা হবের এর পর সহজেই বুরো চাষ করা যায়। এতে আমন ও বুরো ফসলের মাঝখানে বাড়তি ফসল হিসেবে সরিষা পাওয়া যায়। সমলয় চাষাবাদে কৃষক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা এ কর্মকর্তার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available