নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে। বাড়তি দামে এসব কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। তবে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম।
ব্যবসায়িদের দাবি, সর্বশেষ বৃষ্টিতে আলু ও পেঁয়াজ রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। এ কারণে সরবরাহ কমে যাওয়ায় আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে।
নওগাঁ পৌর পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ২০-২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি দেশি পেয়াজ ১২০-১২৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ১০০ টাকা। ৫-৭ টাকা বেড়ে দেশি আলু বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকা এবং হলেন্ডার আলু ৫৫-৫৬ টাকা। প্রকারভেদে প্রতিকেজি সবজিতে ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে পেঁপে ২৫ টাকা, শসা ৩০ টাকা, বরবটি ৩৫ টাকা, মূলা ৩৫ টাকা দরে।
গত সেপ্টেম্বর মাসের শুরুতে অতিবৃষ্টি হয়। এ কারণে আগাম জাতের আলু ও পেঁয়াজ রোপণে কিছুটা বিলম্ব হওয়ায় বাজারে আসতে দেরি হচ্ছে। এছাড়া মৌসুমে শেষ সময় আলু ও পেঁয়াজ রোপণ করা হচ্ছে। এ কারণে বেড়েছে এ দুই পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ক্রেতা রেজাউল করিম বলেন, প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। বাড়তি দামে আলু ও পেঁয়াজ কিনতে সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।
সবজি ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে ১০-১৫ টাকা কমে সব ধরনের সবজি ৩০-৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আগামীতে আরও দাম কমলে ক্রেতারা কিনে স্বস্থিত পাবে।
আলু ব্যবসায়ী আবু হাসেম বলেন, বৃষ্টির কারণে নতুন পাতা পেঁয়াজ ও আলু বাজারে আসতে দেরি হচ্ছে। তাই দেশি আলু ৬৮-৭০ টাকা ও হলেন্ডার আলু ৫৫-৫৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজিতে ১২০-১২৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
নওগাঁ কৃষি বিপণন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গত বছর আলু ও পেঁয়াজের উৎপাদন কম হয়। এ কারণে মৌসুমের শেষ সময়ে এসে দাম বেড়েছে। তবে চাষাবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available