সিলেট প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধের মধ্যেই সিলেটে শুরু হয়েছে যুবদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। ফলে ১ নভেম্বর বুধবারও সিলেটে চলেনি দূরপাল্লার কোনো বাস। অবরোধের দ্বিতীয় দিনে যুবদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।
সকাল থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে যানবাহন। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি যাত্রীদেরও দেখা মেলেনি।
একইভাবে কুমারগাঁও বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, কোনো যানবাহন চলাচল করছে না। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত কিছু গাড়ি সকাল থেকে চলতে দেখা গেছে।
বাস বন্ধ থাকলেও সিলেট থেকে শিডিউলমতো ট্রেন ছেড়ে গেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল পুলিশের ধাওয়ায় এক কর্মী নিহতের জেরে ১ নভেম্বর বুধবার হরতালের ডাক দেয় যুবদল। হরতাল কর্মসূচির সমর্থনে গতকাল নগরের জিন্দাবাজার এলাকায় মিছিলও করে তারা।
এদিকে অবরোধের দ্বিতীয় ও হরতালের দিনে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), পুলিশ, সিআরটিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) বলেন, জনসাধারণের জান-মালের নিরাপত্তায় মাঠে কাজ করছি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত সিলেটে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনসাধারণের প্রতি আমাদের আহ্বান আতঙ্কিত বা উদ্বিগ্ন না হয়ে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে কাজকর্মের জন্য যাতে তারা ঘর থেকে বের হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available