• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বদলগাজীতে বাজিতে ২ কেজি গুড় খেয়ে জীবন গেল কৃষক বায়জিদের

২ নভেম্বর ২০২৩ সকাল ১১:৪৬:০৬

বদলগাজীতে বাজিতে ২ কেজি গুড় খেয়ে জীবন গেল কৃষক বায়জিদের

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বাজি ধরে দুই কেজি গুড় খেয়ে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউপির ভাণ্ডারপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ আক্টোবর মঙ্গলবার রাত ৮টায় দিকে উপজেলার ভাণ্ডারপুর বাজারে পাড়আধাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলের সাথে ইসমাইলপুর গ্রামের লবার ছেলে বিতু কসাইয়ের মধ্য গুড় খাওয়া নিয়ে বাজি হয়।

বিতু কসাই স্থানীয় এক দোকানির কাছ থেকে ২ কেজি গুড় কিনে এনে কৃষক বায়জিদকে খেতে দেয়। কথা ছিল দুই কেজি গুড় বায়জিদ খেতে পারলে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আরও দুই কেজি গুড় কিনে দিবে বিতু কসাই।

আধাঘণ্টার মধ্যে দুই কেজি গুড় খেয়ে ফেলে বায়জিদ। গুড়ের সাথে ২০টির অধিক কাচা মরিচ খায় সে । বাজি ধরার পূর্বে বেশ কয়েকটি কলাও খেয়ে ছিলেন তিনি। অপরদিকে বাজিতে জয়ের পর আরও দুই কেজি গুড় দেওয়ার কথা থাকলেও বিতু কসাই তা না দিয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় গুড় খাওয়ার বাজি দেখতে উৎসুক জনতা ভিড় জমে যায় সেখানে।

বাজি ধরে গুড় খাওয়ার পর উপস্থিত অনেকেই তার শারীরিক অবস্থা সম্পর্ক জানতে চায় এবং তাকে স্থানীয়  চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন। কিন্তু বাজিতে জয়ী ওই কৃষক তার শরীরের অবস্থা ভালো বলে ঘটনাস্থল ত্যাগ করেন। বাজি শেষে স্বাভাবিক অবস্থায় বাজার থেকে বাড়ি ফেরার পর অসুস্থ অনুভব করলে পরিবারের লোকজন তাকে আক্কেলপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক বায়জিদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

রিপন, বাবুসহ স্থানীয় আরও কয়েকজন জানান, বায়জিদ এর আগেও বিভিন্ন জনের সাথে খাবার খাওয়া নিয়ে বাজি ধরে বাজিতে জিতেছে।

বায়জিদ এযুবক বয়সে গুড়, মিষ্টি, রসগোল্লা, জিলাপি, কলার ছড়ি, পাকান, পাতিল ভর্তি খিঁড়সহ নানা ধরনের খাদ্যসামগ্রী বাজি ধরে প্রচুর পরিমাণে খেয়ে নিতো। বয়স বেড়ে যাওয়ার কারণে এখন আর তেমন খুব বেশি পরিমাণ খেতে পারতেন না।

মঙ্গলবার রাতে ভাণ্ডারপুর বাজারে বিতু কসাইয়ের জোড়াজুড়িতেই গুড় খাওয়ার বাজিতে রাজি হয় বায়জিদ। কিন্তু গুড় খেয়ে জিততে পারলেও জীবনযুদ্ধে আর জিততে পারলেন না। ১ নভেম্বর বুধবার বায়জিদের গ্রামের বাড়িতে তার মৃতদেহ এক পলক দেখতে হাজারও লোক ভিড় জমে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫