স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের ৩য় দিনে গাইবান্ধা সদর উপজেলার কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল করছে জেলা মহিলা দলের নেতা-কর্মীরা। ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের কদমতলী নামক স্থানে পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় অবরোধকারীরা রাস্তা অবরোধ করে অটোরিকশাসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
বিক্ষোভ মিছিলে বিএনপির নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও গ্রেফতার নেতাদের মুক্তি চেয়ে স্লোগান দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এ পর্যন্ত বড় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available