দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সমেজান (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে বসতভিটা পুড়ে ভুস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫-৬ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
১ নভেম্বর বুধবার বিকেল ৪টায় উপজেলার জোন্তা গ্রামের রফিকুল বাড়িতে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।
জানা গেছে, মৃত সমেজান ১৩ বছরের ছেলে সুমনকে নিয়ে ওই ঘরেই বসবাস করতেন। তার স্বামী ঢাকায় ভ্যান চালান। বিকেল ৩টার দিকে ঘরের ভিতর প্লাস্টিক বোর্ডে মোবাইল চার্জ দিয়েছিলেন তিনি। চার্জ শেষ হলে মোবাইল চার্জে থেকে খুলতে গিয়ে চার্জার আটকে পড়ে। পরে অনেক টানাটানি করে চার্জার খোলার জন্যে। এ সময় তাকেসহ কারেন্টে আটকে ধরে। নিজেকে বাঁচানোর চেষ্টা করে মাটিতে লুটে পড়ে সমেজান। পরে নেগেটিভ পজেটিভ এক হয়ে ঘরে আগুন লেগে যায়। পুরো ঘরে আগুন ছড়িয়ে পরলে সমেজান পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সকল মালামাল পুড়ে ভুস্মীভূত হয়।
এ বিষয়ে জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, আমি ঘটনাটি শুনেছি। খুবই ভয়াবহ ঘটনা। ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
প্রতিবেশি কোরবান আলী জানান, মোবাইল চার্জ দিতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সমেজান কারেন্ট শক খেয়ে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
দৌলতপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত লিডার রফিকুল ইসলাম জানান, আগুন লেগে ঘরের ভিতরেই ওই গৃহবধূ মারা যায়। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, আমি ঘটনাটা শুনেছি। আমরা ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে সার্বিক সহযোগিতা প্রদান করব। এছাড়া জেলা প্রশাসক স্যারকে বিষয়টি অবগত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available