• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুন

২ নভেম্বর ২০২৩ রাত ০৮:৪০:৪৮

কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাকিব জাহান সাগর (২৫) নামে ১ যুবককে খুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামে। নিহত সাগর মনকান্দা গ্রামের শান্ত মিয়ার ছেলে। সে মোবাইল ওয়ালেট কোম্পানি  বিকাশে কর্মরত ছিলো।

পুলিশ সূত্রে জানা যায় ২৩ অক্টোবর রাতে মনকান্দা এলাকায় ওয়াজমাহফিল চলার সময় এলাকার কয়েকজন উশৃংখল যুবক মাহফিলে আসা কয়েকজন মহিলাকে ইভটিজিং করে। এ ঘটনার প্রতিবাদ করে খুন হওয়া সাগর। মাহফিল শেষে রাত ১১টার দিকে সাগর বাড়ি ফেরার পথে তাকে কয়েজন দুবৃত্ত্ব কুপিয়ে মারাত্মকভাবে আহত করে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে আহত সাগরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ নভেম্বর বৃহস্পতিবার ৬ টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থঅয় মারা যায় সাগর।

উপজেলার গন্ডা ইউনিয়নের ইউপি সদস্য আলী উসমান খুনের ঘটনা নিশ্চিত করে বলেন, মুলত ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুন হয় সাগর। আমি এই খুনের ঘটনার অভিযুক্তদের উপযুক্ত বিচার চাই।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক বলেন, ২৭ অক্টোবর ইভটিজিংয়ের ঘটনায় ৭ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনের নামে মামলা করেছেন নিহত সাগররের বাবা শান্ত মিয়া। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। মামলাটি এখম হত্যা মামলা হিসাবে গণ্য করা হবে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২