নওগাঁ প্রতিনিধি: জাতীয় রক্ত দান দিবস উপলক্ষে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে আলোচনা সভা ও রক্ত দাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকারিয়া ফেরদৌস।
নওগাঁ ব্লাড সার্কেলের সাংগঠনিক সম্পাদক দিপ কুমার সাহার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ।
স্বেচ্ছাসেবী এ সংগঠনের সফলতা কামনা করে ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, রক্তদান বিষয় মানুষের মাঝে সচেতনা ছড়িয়ে দিতে হবে। পেশাদার কোনো রক্ত দাতার কাছ থেকে মানুষ যেন রক্ত গ্রহণ না করে সে বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। নওগাঁ ব্লাড সার্কেল এত সুন্দর মহতি উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
এ সময় আরও বক্তব্য রাখেন নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক নাহিদ হাসান, সদস্য মীর রাগিব মাসুম, রিজভি আহমেদ রিজওয়ান ও মনিরুল ইসলাম শামীম। শ্রেষ্ঠ রক্তদাতা সম্মাননা পুরুষ্কার বিতরণ, সেচ্ছায় রক্ত দান, বৃক্ষ রোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৭ সালে ২ অক্টোবর এ সংগঠনের পথচলা শুরু হয়। সংগঠনটি মুমূর্ষু রোগীদের জন্য রক্তসংগ্রহসহ সমাজের বিভিন্ন সেবা ও সচেতনতামূল কর্মকাণ্ড করে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available