পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের কালিয়াগঞ্জ ধামের ঘাট সীমান্ত থেকে ৪৮ পিছ ভারতীয় মদসহ একজনকে আটক করেছে ৫৬ বিজিবি। ২ নভেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার কালিয়াগঞ্জ ধামেরঘাট সীমান্তের ৭৬৯ নম্বর পিলারে বাংলাদেশের অভ্যন্তরে মদসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার কালিয়াগঞ্জ ধামেরঘাট বিওপির নায়েক সুবেদার দিলিপ কুমার বিশ্বাস। আটকের নাম মো. মইনুদ্দিন (২৮)। সে একই এলাকার মো. মফিজ উদ্দীনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭৬৯ নম্বর পিলার এলাকায় ৪ জনের উপস্থিত টের পায় বিজিবি। পরে তাদের ধাওয়া করলে ৩জন পালিয়ে যায়। এসময় মইনুদ্দিনকে ১টি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এসময় ধামেরঘাট বিওপির নায়েক সুবেদার দিলিপ কুমার বিশ্বাস আরও বলেন, জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ হাজার টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available