বেড়া (পাবনা) প্রতিনিধি: ফেসবুকে পরিচয় তারপর প্রেমের সম্পর্ক। এভাবেই চলে টানা দুটি বছর। এদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কথিত প্রেমিক মনির প্রেমিকা সুমনার কাছ থেকে ধাপে ধাপে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা । কিন্তু এখন বিয়ের কথা বললে এড়িয়ে যায় সে। পরে বাধ্য হয়েই বিয়ের দাবি নিয়ে সুমনা মনিরের বাড়িতে এসে হাজির হন। এক পর্যায়ে সুযোগ বুঝে পালিয়ে যায় প্রেমিক মনির। তারপর থেকে কেটে গেছে ১০ দিন। তবুও বিয়ের পিঁড়িতে বসার সুযোগ হয়নি কলেজ পড়ুয়া প্রেমিকা সুমনার। এমনই এক ঘটনা ঘটেছে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন ইসলামপুর গ্রামে।
ওই গ্রামের বাসিন্দা হাসেম শেখের ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মনিরের সাথে ফেসবুকে পরিচয় হয় পার্শ্ববর্তী বসন্তপুর গ্রামের পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রী সুমনার । তারপর গড়ে উঠে প্রেমের সম্পর্ক । এভাবেই কেটে যায় দুটি বছর। এর মাঝে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবাদ মেলামেশা এবং সেই সাথে ধাপে ধাপে সুমনার কাছ থেকে লুটে নিয়েছে মোট অংকের টাকা। কিন্তু ধীরে ধীরে প্রেমের সম্পর্ক হালকা হয়ে যাচ্ছে এমনটা বুঝতে পেরে গত ২৪ অক্টোবর মঙ্গলবার বিয়ের দাবি নিয়ে মনিরের বাড়িতে এসে অবস্থান নেন সুমনা।
অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যায় প্রতারক প্রেমিক মনির। বর্তমানে সুমনা ওই বাড়িতে অবস্থান করলেও খোঁজ মিলছে না পালিয়ে যাওয়া মনিরের। বিয়ের দাবিতে অবস্থানরত সুমনা বলেন, বিয়ে ছাড়া আমি কিছুতেই এ বাড়ি থেকে যাবো না। আর যদি যেতেই হয় তাহলে আমার মরদেহ যাবে।
ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আশপাশের এলাকায়। এদিকে সুমনার পরিবারের দাবি, ‘আমরা বিয়ের বিষয়ে ছেলে পক্ষের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কথা বলতে গেলে তারা নগদ ৮ লক্ষ টাকা যৌতুক দাবি করে। কিন্তু আমরা দরিদ্র হওয়ায় এতো টাকা জোগাড় করা অসম্ভব। তারপরেও আমরা মেয়ের সুখের দিকে তাকিয়ে ধারদেনা করে ৪ লক্ষ টাকা দিতে রাজি হয়েছি। কিন্তু তারা এতেও রাজি না। এমতাবস্থায় আমাদের মেয়ের কিছু হলে এর সম্পূর্ণ দায়ভার ছেলে ও ছেলের পরিবারকে বহন করতে হবে।
এই ঘটনা সম্পর্কে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা অবগত আছে বলে জানিয়েছেন অবস্থানরত কলেজ পড়ুয়া সুমনা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available