স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় ধর্ষণের শিকার এক নারীর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করায় ২ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে দিপক কুমার রায় নামে অভিযুক্ত একজন। ৪ নভেম্বর শনিবার এর প্রতিবাদে দুপুরে শহরের ডিবি রোডে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালন করেছেন জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। ভুক্তভোগী ২ সাংবাদিক হলেন, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রবিন সেন।
গাইবান্ধা প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুম বিল্লার সঞ্চালনায় এবং সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়। কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
কর্মসুচীতে বক্তব্য রাখেন, গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিন সেন, সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চাঁন বিশ্বাস সুমন, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম রতন, সময়ের কন্ঠস্বরের গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, পলাশবাড়ি রিপোর্টাস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে সংবাদ পরিবেশন করতে আইনত কোন বাধা নেই। একজন ভুক্তভোগী নারীর ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করলে দিপক কুমার রায় নামে ঐ ব্যক্তি ২ সাংবাদিককে হয়রানি করার উদ্দেশ্যে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। দিপক কুমার রায় মূলত নিজের কু-কর্ম ও ধর্ষণের অভিযোগ আড়াল করতেই এমন মিথ্যা মামলা দায়ের করেছেন বলে আমরা মনে করি। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এমন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধন কর্মসুচী শেষে সাংবাদিকরা গাইবান্ধা জেলা শহরের ১ নং ট্রাফিক মোড়ে অবস্থান নেন এবং রাস্তা অবরোধ করে মামলার প্রতিবাদ জানান। এসময় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available