• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৭:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৭:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২: আহত ৪

৪ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭:৪৬

রাঙামাটিতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২: আহত ৪

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও ৪ জন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। ৪ নভেম্বর শনিবার বেলা আড়াইটায় শহরের প্রবেশমুখ ভেদভেদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গুরি মালা চাকমা (৩৫) ও ফড়ি চাকমা (৫০)। তারা উভয়েই সদর উপজেলাধীন সাপছড়ির যৌথখামার এলাকার বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত আছেন ৪ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গুরুত্বর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া উচিত বলে জানিয়েছে জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা জানায়, ভেদভেদী বাজারের পাশেই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণকাজ চলছে। সেখানকার একটি ডামট্রাককে সাইট দিতে যাত্রীবাহি সিএনটি অটোরিক্সাটি ট্রাকটি অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা খাজা গরীবে নেওয়াজ নামের একটি বাস সিএনজি অটোরিক্সার পেছনদিকথেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহি অটোরিক্সাটি ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে গুরুত্বর আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসময় ২ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, সিএনজি চালক পিন্টু চাকমা (২২), যাত্রী রিকন চাকমা (৩০), রিপন চাকমা (৪০) ও পরি চাকমা (৪০)।

এদিকে ঘটনার পরপরই রাঙামাটির পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালী থানার ওসিসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শণ করে  হাসপাতালে ছুটে যান। দূর্ঘটনাকবলিত গাড়িগুলোকে রেকার দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে রাঙামাটি কোতয়ালী থানায় নিয়ে গেছে পুলিশ। এ প্রতিবেদন খেলা পর্যন্ত থানায় মামলা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০