শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন। ৪ নভেম্বর শনিবার বিকেলে শিবচরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, মাদারীপুর শিবচর উপজেলার আরিয়ালখা নদে উৎরাইল ও চরশ্যামাইল সংযোগ ‘লিটন চৌধুরী সেতু’র শুভ উদ্বোধন করেন তিনি। ৪ নভেম্বর শনিবার বিকাল ৪টায় এ সেতুর উদ্বোধন করা হয়।
পরে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমের সঞ্চালনায় বিএনপি’র নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী তার বক্তব্যে শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা জনসাধারণের কাছে তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির হোসেন চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র জনাব আওলাদ হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান মোল্লা।
এছাড়াও শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রিজ উদ্বোধন ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পাড়ার মতো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available