নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আওতাধীন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে নওগাঁ জেলার সাপাহার উপজেলার সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় খাদ্য নিরাপদতা বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা।
ত্রিশূল সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় ৪ নভেম্বর শনিবার সকাল দশটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তৃণা মজুমদার। তিনি বলেন, নিরাপদ খাদ্যপ্রাপ্তি সবার অধিকার। এ অধিকারে রক্ষার জন্য সরকারি সংস্থা যেমন কাজ করছে, তেমনি আমাদের সবার অবস্থান থেকে খাদ্যের নিরাপদতা রক্ষায় এগিয়ে আসতে হবে। যিনি বাসাবাড়িতে খাবার প্রস্তুত করছেন, তাকেও যেমন নিরাপদতার মাপকাঠিসমূহ মেনে চলতে হবে; তেমনি যিনি ব্যবসার উদ্দেশ্যে খাবার প্রস্তুত করছেন, তাকেও খাবার নিরাপদ রাখার উপর গুরুত্ব আরোপ করতে হবে। অন্যথায় আমরা নিরাপদ খাদ্য পাবো না।
কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য তাদের উপস্থিতির মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হন।
অনুষ্ঠানে ত্রিশূল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ভুট্টু পাহান ও সিরাজউদ্দীন নিশান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ত্রিশূল সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available