সিলেট প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় ধাপে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি প্রথম দিন চলছে। এর আগে বিএনপি-জামায়াতের ডাকা ডাকা তিন দিনের অবরোধে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগসহ হতাহতের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নগরবাসীর জান-মাল নিয়ন্ত্রণে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
৫ নভেম্বর রোববার সকালে সিলেটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরের গুরুত্বপূর্ণ স্থান, বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সড়কে টহল দিতে দেখা গেছে র্যাব ও বিজিবিকে। মাঠে রয়েছে আনসার ও গোয়েন্দা টিমও।
র্যাব জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে র্যাব।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কসহ সব স্থানে পুলিশের কড়া নজরদারি আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available