মানিকগঞ্জ প্রতিনিধি: এক সময়ের ঢাকা আরিচা মহাসড়কের পাটুরিয়া ফেরি ঘাট এলাকা ছিলো ব্যস্ততম। ঘাট এলাকায় লেগে থাকতো দীর্ঘ যানজট। বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রধান নৌপথে কিছু সংখ্যক পরিবহন চলাচল করছে। ফেরিগুলো বসে আসে অলস।
৫ নভেম্বর রোববার সরেজমিনে সকালে পাটুরিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, কোন দুরপাল্লার যানবাহন চলাচল করছে না, ফলে অলস সময় পার করছে ফেরি, লঞ্চ ও ঘাট কেন্দ্রীক স্থানীয় ব্যবসায়ীরা।
এদিকে বিএনপি-জামাতের ডাকা অবরোধে যানবাহন শুন্য হয়ে পড়েছে ঘাট এলাকা। নাশকতা প্রতিরোধে ঘাট এলাকায় মোড়ে-মোড়ে অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীর নেত্যৃত্ব দেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউর রহমান খান জানু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available