• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৭:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৭:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগরেহাটে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হলেন আশরাফুল আলম

৫ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:১১:৩৭

বাগরেহাটে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হলেন আশরাফুল আলম

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশি কর্মকর্তা হলেন রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম। ৪ নভেম্বর শনিবার সকাল ১০ টায় পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত একটি ক্রেস্ট ও সনদপত্র তার হাতে তুলে দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সভাপতিত্ব করেন, বাগরেহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আশরাফুল আলমকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশের সম্মানে ভূষিত করায় রামপাল উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। অভিনন্দন জানায়, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মো. বজলুর রহমান, সহ-সভাপতি ও নাগরিক নেতা শেখ আফজাল হোসেন, সদস্য মিলন মন্ডল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াছিন আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি ও মোংলা ঘোষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব এমএ সবুর রানা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য আমিনুল ইসলাম নান্টু, প্রেসক্লাব রামপালের সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রূপান্তরের পার্থপ্রতীম ঠাকুর প্রমুখ।

উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে রামপালের ১০ ইউনিয়নের জন প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক বৈঠক করা, জঙ্গিবাদের কুফল সম্পর্কে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক বৈঠক করা, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনা করে সাফল্য অর্জন করা, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করা, জমিজমা সংক্রান্ত ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা, বাল্য বিয়ে প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা আইন সংক্রান্ত বিষয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা, পুলিশ জনগণের বন্ধু এমন প্রচার প্রচারণা চালিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করায় রামপাল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম কৃতিত্বপূর্ণ অবদান রাখেন।

এ জন্যে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫