• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভৈরব পৌর বিএনপির আহ্বায়কসহ গ্রেফতার ৫

৫ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৬:৪৮

ভৈরব পৌর বিএনপির আহ্বায়কসহ গ্রেফতার ৫

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব বিএনপির ৫ নেতাকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ নভেম্বর রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের এসআই আব্দুর রহমান সিলেট জিন্দাবাজারের একটি বাসা থেকে অভিযুক্ত ৫ নেতাকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- ভৈরব পৌর বিএনপির আহবায়ক হাজী মো. শাহিন, সদস্য সচিব ভিপি মো. মুজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আল-মামুন। সিলেটের একটি বাসা থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন ভৈরব সার্কেলর সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।

উল্লেখ্য, ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় বিএনপি রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে রবিবার দুপুর পর্যন্ত সড়কে দেখা যায়নি অবরোধ ও হরতালকারী নেতাকর্মীদের।

অপরদিকে ভৈরবে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে। বিএনপির হরতাল প্রত্যাখান ঘোষণা করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ।

হরতালের মধ্যেও ভৈরবে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিলো। সড়কে দূরপাল্লার বাস চলাচল কম করলেও ট্রাক, রিক্স, অটোসহ ছোট বড় ব্যক্তিগত যানবাহন চালাচল করতে দেখা গেছে। এছাড়া ভৈরবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ভৈরবে ব্যাপক তৎপরতা চালিছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০