মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় শংকর শীল (৬৮) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। ৫ নভেম্বর রোববার সদর পৌরসভার নবগ্রাম শীল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শংকর শীল নবগ্রাম শীল পাড়া এলাকার বিশ্ব নাথ শীলের ছেলে। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার।
নিহতের ভাই উত্তম শীল জানান, তার চাচাতো ভাইয়ের ছেলে সত্য শীল, কার্তিক শীল, গোপাল শীল ও গণেশ শীলদের সাথে পূর্ব থেকে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিলো। মাঝে মধ্যেই এনিয়ে ঝগড়া হতো। সে জন্য রোববার ছিলো সীমান পরিমাপের দিন। কিন্তু জমি পরিমাপের আমিন না আসায় কার্তিক ও তার ভাইয়েরা এবং তাদের ছেলেরা তার ভাই শংকরকে অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় তার ভাই সাবেক কাউন্সিলর ছানোয়ার রহমানকে ডেকে নিয়ে আসেন। ছানোয়ার রহমান ঘটনাস্থলে আসার পর কার্তিকের ছেলে কৃষ্ণ তার ভাইয়ের ছেলে রতনকে মারধর করে। এসময় তার ভাই শংকর এগিয়ে গেলে সত্য শীলের ছেলে মিঠুন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার ভাই মারা যায়।
এই বিষয়ে মিঠুন শীল বলেন, শংকর শীলকে আমি ধাক্কা দেইনি। তবে তিনি উত্তেজিত হয়ে মাটিতে পরে যান। পরে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় আমাদের এলাকার সাবেক কাউন্সিলরসহ উপস্থিত সকলেই দেখেছেন।
সাবেক কাউন্সিলর ছানোয়ার রহমান জানান, দীর্ঘ দিন ধরে দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। রোববার এনিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এ সময় শংকর শীল মাটিতে খোয়ার উপরে পড়ে আহত হন। তকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ এসে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, নিহত শংকর শীলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কার্তিক শীল, তার ছেলে কৃষ্ণ ও ভাই গনেশ শীলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available