নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সেতুর ঢালে ট্রাকের ব্রেক ফেল হওয়ায় পিছনে দাঁড়িয়ে থাকা ৮টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল দুমড়ে মুচরে যায়। এসময় অটোরিকশায় বসে থাকা ২ যাত্রী ও ২ চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। ৫ নভেম্বর রোববার বিকাল ৪টার দিকে নলডাঙ্গা পৌরসভা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, তাহেরপুরের জেসমিন খাতুন (৩৫), বাঁশিলা গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫), চেউখালি গ্রামের অটোরিকশা চালক আবুল হোসেন (৫০) ও মাধনগরে অটোভ্যান চালক সেন্টু (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকাল ৪টার দিকে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা বারনই নদীর উপর নির্মিত সেতুর দক্ষিণ ঢালে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাক (ঢাকা মোট্রো-১৮-৪২১১) ব্রেক ফেল করে পিছন দিকে যেতে থাকে। এসময় পেছনে দাঁড়িয়ে থাকা নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মাহবুব রহমানের একটি মোটরসাইল ও ৩টি আটোরিকশা ও ৫টি অটোভ্যান দুড়রে মুচড়ে যায়। এতে অটোরিকশায় বসে থাকা এক নারী যাত্রীসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়দের অভিযোগ, এই সেতুর দুই ধারে গড়ে উঠেছে দোকান ও অবৈধ অটোস্ট্যান্ড। এ কারণে বার বার দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এর আগে একইভাবে এক নারী পথচারী নিহত হয়েছিলেন। এ সময় সেতুর ঢালে অবৈধ অটোভ্যানের স্ট্যান্ড ও অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করার দাবি করেন তারা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ট্রাকটি সেতুর ঢালে দাঁড়িয়ে ছিল। সেই ট্রাকটি চালু করলে ব্রেক আর কাজ করেনি। এতে ট্রাকটি পিছন দিকে যেতে থাকে। ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয় ও ১টি মোটরসাইকেল, ৮টি অটোরিকশা ভ্যান দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available