সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অবরোধ ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ। মিছিলটি শহীদ তুলশীরাম সড়কের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
৫ নভেম্বর রোববার রাতে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে নের্তৃত্ব দেন সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী সভায় সভাপতিত্ব করেন।
এ সময় পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মহান রাষ্ট্র নায়ক। তার নের্তৃত্বে দেশ স্বাধীন হয়েছে। অথচ, কতিপয় হায়নার দল সেই মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। সেদিন ছোট শিশু শেখ রাসেল কি দোষ করেছিল? নিঃস্পাপ ওই ছোট শিশু রাসেলকেও তারা হত্যা করে। আজ আবার ওই ঘাতকের দল মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের শক্ত হাতে দমন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে যখন সারা বিশ্বে হাহাকার চলছে। অর্থনৈতিক সংকটে ভুগছে বিভিন্ন দেশ তখন দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। একের পর এক উন্নয়ন সাধিত হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরে। আজ আর কোন মানুষ না খেয়ে থাকে না। আর এটি সম্ভব হয়েছে দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। দেশের অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন দেখে বিএনপি ও জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা দেশে অযথা হরতাল, অবরোধের নামে মানুষ হত্যা করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available